
প্রার্থী নয় প্রতীক দেখে ভোট দিতে তারেক রহমানের আহ্বান ও বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই বক্তব্যকে সিরিয়াসলি একটি সমস্যা আক্রান্ত উল্লেখ করে তিনি তার ফেসবুকে লাইভে এসে নানা দিকের বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন।
হাসনাত তার বক্তব্যে বলেন, “একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। প্রতীক কিন্তু সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারেনা। প্রতীক একটি সিম্বলিক এবং অর্নামেন্টাল বিষয়। এখন একটি প্রতীকের মধ্যেও যদি অযোগ্য প্রার্থী থাকে, দুর্নীতিগ্রস্থ ব্যক্তি থাকে অতীতের মতো এবং জনসম্পৃক্ততা না থাকে তাহলে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব সংসদে কখনোই আনা সম্ভব হবে না। জুলাই পরবর্তী সময়ে প্রার্থী কেমন সেটা মুখ্য হওয়া উচিত।”
হাসনাত বলেন, আমরা প্রতীক দেখে নির্বাচন করলে জনগণের প্রতিনিধি পাবো না। পাব একজন প্রক্সি, যিনি হয়তো দলের প্রতি আনকন্ডিশনাল অনুগত কিন্তু তার এলাকার জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা সবচাইতে দুরত্ব। তাই ৩শ আসনে সেক্ষেত্রে পিআর পদ্ধতি হইলে ঠিক ছিল। সেটা হতো দলীয় স্পোকস পার্সন নির্বাচন।
রাষ্ট্রের হাইকমান্ডকে জবাবদিহিতার আওতান আনতে আমাদের চেষ্টা ছিল উল্লেখ করে হাসনাত বলেন, এইভাবে প্রতীক নির্ভর নির্বাচন হলে হাইকমান্ড প্রশ্নের মুখে আসবে না বরং দিনশেষে তারা যা বলবে তাই হবে। একচেটিয়াভাবে হাইকমান্ডের আধিপত্য ভাঙা বা মনোপলি তৈরী বলয় তৈরী করে রাখার বিষয়টি ভাঙার পথে বিএনপি হাটছে না।