1. babuibasa@gmail.com : dmh :
  2. ziamizandu@yahoo.com : Zia Mizan : Zia Mizan
  3. remarkmc@gmail.com : Staff Reporter : Staff Reporter
  4. mimmahmud@gmail.com : News Desk : News Desk
December 7, 2025, 5:19 am

কসমোপ্রফ প্রদর্শনীতে ভারতীয়দের নজর কেড়েছে বাংলাদেশের রিমার্ক

DMH Desk
  • Update Time : Saturday, December 6, 2025,
  • 21 Time View
কসমোপ্রফ প্রদর্শনীতে ভারতীয়দের নজর কেড়েছে বাংলাদেশের রিমার্ক

উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড। দক্ষিণ এশিয়ার অন্যতম এই বৃহৎ আয়োজনে রিমার্কের বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের পণ্যগুলো প্রদর্শিত হচ্ছে।

ভারতের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের জেসমিন হল-১এ এ প্রদর্শনীর শেষ দিন আজ। এর আগে প্রদর্শনীর প্রথম ২দিনে দর্শকদের অন্যতম আগ্রহের কেন্দ্রে ছিলো রিমার্কের স্টল। বিশেষত এবারের প্রদর্শনীতে রিমার্ক তাদের বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক পণ্যগুলোর প্রদর্শনী করেছে। তাই কসমেটিকস খাতে প্রতিবেশী দেশ কতটা এগোলো সেটা দেখতেই প্রদর্শনীতে উপস্থিত কসমোটোলজিস্টদের অন্যতম আগ্রহ লক্ষ্য করা গেছে।

ভারতে রিমার্কের ডিস্ট্রিবিউটর জি এম শান্তি ট্রেড লিন্ক প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক পার্থ প্যটেল বলেন, আমরা ভারত জুড়ে রিমার্কের পণ‍্য বাজারজাতকরণে কাজ করছি। এ ধরণের আন্তর্জাতিক মেলায় রিমার্কের অংশগ্রহণ খুবই ইতিবাচক দিক। এই কোম্পানির সেরা মানের পণ্য সম্পর্কে ভারতীয় ক্রেতারা জানতে পারবেন। ইতিমধ্যে রিমার্কের উন্নত মানের পণ‍্য ভারতীয় মান সনদ নিশ্চিত করেছে। আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই ভারতের বাজারে রিমার্কের পণ‍্য খুব জনপ্রিয়তা লাভ করবে।

পার্থ প্যাটেল আরো জানান, এবারের কসমোপ্রফ ইন্ডিয়ায় রিমার্ক প্রায় ৪ শতাধিক পণ্য প্রদর্শন করেছে। বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর সঙ্গে রয়েছে রিমার্কের কালার কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য। বিশেষ করে নিওর, হারল্যান, ব্লেইজ ও স্কিন, ডার্মা ইউ, ক্যাভোটিন, ইউএস লিলিসহ রিমার্কের বেশ কিছু কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড এর পণ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীর মনোযোগ ছিলো উল্লেখযোগ্য।

রিমার্ক গ্লোবাল এক্সপোজ এর সিইও আলমগীর আলম সরকার জানান, রিমার্ক বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রদর্শন করেছে। আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই আমাদের প্রদর্শনীতে অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রিমার্কের পণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এসব সুবিশাল বাজারে বাংলাদেশে উৎপাদিত আমাদের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রপ্তানি হচ্ছে। প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য রপ্তানির আরও বড় সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছি। এবারের কসমোপ্রফ থেকে নতুন রপ্তানি আদেশ বাংলাদেশে কসমেটিকস পণ্য উৎপাদনের আরেকটি মাইলফলক পার করবে বলে মনে করছি। তাছাড়া রিমার্ক এর অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকস এর বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবো আমরা।

কোরিয়া ও ইউরোপিয়ান প্যাভিলিয়নের অংশে -এইচ-৩৬ নম্বর স্টলে রয়েছে রিমার্কের প্রদর্শনী। কসমোপ্রফের ভারত পর্বের এই প্রদর্শনীতে ইতালি, ব্রাজিল, কোরিয়া এবং জার্মানি সহ ২০টির বেশি দেশের ৮শতাধিক গ্লোবাল ব্র্যান্ড অংশ নিয়েছে। আয়োজকরা ধারণা করছেন এবারের প্রদর্শনীতে কসমেটিকস শিল্পের সঙ্গে জড়িত ১০ হাজার প্রতিনিধি ও ৫ লাখ দর্শনার্থীর সমাগম হবে।

ত্বক সুরক্ষা ও সৌন্দর্যের বিকাশে রিমার্কের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। কসমোপ্রফ ভারতে এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রদর্শন হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য রপ্তানিতে আরেকধাপ এগিয়ে যাবে। রিমার্কের এই প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার কসমেটিকস ও স্কিনকেয়ার খাতের জন্য একটি মাইলফলক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যে সকল পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেড-কে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলো। ইতোমধ্যে রিমার্কের আন্তর্জাতিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য অনেক দেশে রপ্তানি হচ্ছে এবং নতুন নতুন গন্তব্যে রপ্তানি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved by Daily Morning Herald - 2024-25
Theme Designed BY Kh Raad ( Frilix Group )