
২রা ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ ইং কালো চুক্তি বাতিলের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন এর সঞ্চালনয় এবং সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন ( অবঃ), নিরাপত্তা বিশ্লেষক ও গবেষক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হামিদ রানা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. পারভেজ তালুকদার, মানবাধীকার কর্মী ও কলামিষ্ট এ এইচ এম ফারুক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চের সমন্য়ক মুহাম্মদ আতাউল্লাহ খাঁন,কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা সহ সভাপতি সুলতান ভূইয়া প্রমূখ।