দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, কৃষি কার্ডের লক্ষ্য প্রান্তিক কৃষকদের ভীত মজবুত করা এবং কৃষকের অর্থনৈতিকভাবে সাবলম্বী করা তাদের উদ্দেশ্য। তাছাড়া ফ্যামেলি কার্ড হবে পরিবারের নারী সদস্যের নামে। নারীদের এগিয়ে নিতে এমন উদ্যোগ নিচ্ছে বিএনপি।
স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। সকলে মিলে সরকারের দায়িত্ব দিলে, বিএনপি যেকোনো মূল্যে দেশের দুর্নীতির লাগাম টেনে ধরবে। দেশে দুর্নীতির লাগাম টানার ট্র্যাক রেকর্ড রয়েছে বিএনপির। বিএনপি ক্ষমতায় গেলে ফ্রী ইন্টারনেট দেয়া হবে দেশের বিভিন্ন পয়েন্টে। খালেদা জিয়া দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছিলো। তাই দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নেই।
Editor & Publisher: Ziaul Hoq Mizan
Address : 3/2 Outer Circular Road (4th Floor), Rajarbag, Dhaka, Bangladesh
© All rights reserved by Daily Morning Herald - 2024-25